মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘নৌকা ডুবানোর ষড়যন্ত্র করছেন হাইব্রিড আ.লীগ কর্মীরা’

রাজশাহীতে গণসংযোগে মো. আব্দুল ওয়াদুদ দারা। ছবি : কালবেলা
রাজশাহীতে গণসংযোগে মো. আব্দুল ওয়াদুদ দারা। ছবি : কালবেলা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, নৌকাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগের নাম ভাঙানো কিছু হাইব্রিড কর্মী। তবে এ ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

কারণ হিসেবে তিনি বলেন, পুঠিয়া-দুর্গাপুরের সাধারণ জনগণ নৌকার পক্ষের গণজোয়ার তুলেছে। সাধারণ মানুষ নৌকার পক্ষেই রায় দেবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পুঠিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পুঠিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মো. আব্দুল ওয়াদুদ দারা বলেন, ‘নির্বাচনকে নস্যাৎ করতে বিএনপি-জামায়াত জোট বেঁধেছে। সেই সঙ্গে আওয়ামী লীগের নাম ভাঙানো কিছু হাইব্রিড কর্মীও তাদের দোসর হয়ে নৌকাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছে। বিএনপি-জামায়াত আমাদের সরাসরি শত্রু, তারা দেশ ও জাতির কাছে চিহ্নিত। কিন্তু যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে নৌকাকে পরাজিত করার ষড়যন্ত্রে তাদের দোসর হয়েছে, এসব রাজাকারদের চিনে রাখুন আর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে, বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিন।’

তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকেই আমি প্রতিদিন সাধারণ মানুষের কাছে যাচ্ছি। যাচ্ছি সম্মানিত ভোটারদের কাছে। তারা বলছেন, আমরা উন্নয়ন চাই, আমরা অগ্নিসন্ত্রাস চাই না। যারা এ দেশকে স্বাধীন করেছে, সেই আওয়ামী লীগকে চাই। যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী, স্বাধীন বাংলাদেশকে আঘাতে আঘাতে চূর্ণ করতে চায়, তাদের নিশ্চিহ্ন করতে চাই আমরা। সব ষড়যন্ত্র ভেদ করে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে জোট বেঁধেছে সাধারণ মানুষ এবং নারী-পুরুষ-নবীন ভোটাররা। সুতরাং ষড়যন্ত্র করে লাভ নেই, নৌকার পক্ষেই জনগণ।’

গণসংযোগে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম একরামুল হক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি চিন্ময় কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, উপদপ্তরবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, পুঠিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১০

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১১

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

১২

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

১৩

সশস্ত্র বাহিনী, জনতার ঐক্য এবং জাতীয় নির্বাচন

১৪

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

১৫

জকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৩১২ জন

১৬

শেখ হাসিনার রায় নিয়ে ‘বিস্ফোরক মন্তব্য’ শুভেন্দুর

১৭

‘হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

১৮

আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প / অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদ

১৯

জবি ‘বি’ ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন

২০
X