রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী-২ আসনে নৌকায় সমর্থন দেবেন না বীর মুক্তিযোদ্ধারা

রাজশাহী নগর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে কাঁচি প্রতীকের প্রচার সভা হয়। ছবি : কালবেলা
রাজশাহী নগর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে কাঁচি প্রতীকের প্রচার সভা হয়। ছবি : কালবেলা

রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল সমর্থিত ‘নৌকা’ প্রতীক নয় বরং ‘কাঁচি’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে বিজয়ী করতে ‘জয় ধ্বনি’ তুললেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নগর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত প্রচার সভায় তারা এই জয়ধ্বনি তোলেন।

কাঁচি প্রতীকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তিনি বলেন, ‘শুধু রাজশাহী মহানগর আওয়ামী লীগ নয়, রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ পরিবর্তন চায়। কারণ যিনি এর আগে এই আসনে সংসদ সদস্য ছিলেন; জনগণের সঙ্গে তার সর্ম্পক নেই। আর এ কারণেই আমরা স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সমর্থন জানিয়েছি। ৭ জানুয়ারির নির্বাচনে কাঁচি প্রতীকের জয়ের মধ্যে দিয়ে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। বীর মুক্তিযোদ্ধাদের আশা-আকাঙ্ক্ষার জয় হবে।’

এ সময় সমর্থন জানিয়ে বক্তব্য দেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সাইদুল ইসলাম, রাজপাড়া থানা কমান্ডার শুকুর উদ্দিন সাহেব, সভাপতি আমেনুল ইসলাম, বোয়ালিয়া কমান্ডার খন্দকার জামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন প্রমুখ। প্রচার সভায় আরও কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আপনারা আপনাদের মতো নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে নিজ নিজ জনপ্রিয়তা নিয়ে বিজয়ী হয়ে আসেন। সুতরাং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে লাভ নাই। সাধারণ মানুষ জনবিছিন্ন নেতৃত্ব চায় না। আর তাই রাজশাহী মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেই কাঁচি প্রতীককে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছে। পাড়া-মহল্লায় কাঁচি প্রতীকের জোয়ার উঠেছে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নৌকা প্রতীক নিয়ে তিন বার এই আসনে সংসদ সদস্য হয়েছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এবার চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ফজলে হোসেন বাদশা। তবে ‘আওয়ামী লীগের ওপর ভর করে’ ক্ষমতায় যাওয়া বাদশা ‘আওয়ামী লীগকেই মূল্যায়ন করে না’ এমন অভিযোগ তুলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারের নির্বাচনে ফজলে হোসেনের পক্ষ না নিয়ে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার ‘কাঁচি’ প্রতীককে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির ৩ নেতা  বহিষ্কার

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

ছাত্রদলের মিছিলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ল সায়দুল

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও একজন

১০

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

১১

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

১২

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

১৩

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

১৪

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

১৫

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

১৬

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

১৭

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

১৮

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

১৯

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

২০
X