বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় লাল-হলুদের জনস্রোত

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত। ছবি : কালবেলা
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় গণভবন থেকে রওনা দেন তিনি। আর কিছুক্ষণ পরেই বরিশালের সমাবেশস্থলে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু উদ্যানে বিকেল ৩টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে। এর আগে সকাল ৮টা থেকেই লাল ও হলুদ রঙের ক্যাপ পরা নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে মাঠে আসছেন।

সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ১০টা নাগাদ মাঠ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। চেষ্টা চলছে মঞ্চের কাছাকাছি থাকার। আর এই লাল ও হলুদের প্রতিযোগিতায় বিভক্ত আওয়ামী লীগের বিরোধটা আবারও প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন রাজনীতি সচেতনরা।

লাল ক্যাপ পরা নেতাকর্মীরা বরিশাল-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমের সমর্থক। তিনি বর্তমান সংসদ সদস্য। অপরদিকে হলুদ ক্যাপ পরা সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর সমর্থক। সাদিক আব্দুল্লাহ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। প্রতীকও পেয়েছিলেন ঈগল।

কিন্তু নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। আদালতের শরণাপন্ন হন সাদিক। সেখানে তার প্রার্থিতা ফিরে পেলেও আপিল বিভাগে তা বাতিল হয়। আবার উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। আগামী ২ জানুয়ারি সাদিকের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের শুনানি রয়েছে।

তার সমর্থকদের বিশ্বাস ২ জানুয়ারি সাদিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। আর এর জন্যই আজকের প্রধানমন্ত্রীর সামনে তার বিশাল নেতাকর্মীর বহর দেখানোর চেষ্টা চলছে।

সকাল ৭টা থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত হতে থাকেন লাল-হলুদ ক্যাপধারীরা। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। এর পরপরই সবাই রওনা হন বঙ্গবন্ধু উদ্যানের দিকে।

তবে নিজেদের অংশগ্রহণ স্পষ্ট করতে পৃথক ক্যাপ পরলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এদিকে ৬ স্তরের কঠোর নিরাপত্তাবলয়ে ঢেকে ফেলা হয়েছে বরিশালের পুরো নগরীকে। সভাস্থলগামী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠে প্রবেশের সময় প্রতিটি কর্মীকে পরীক্ষা-নিরীক্ষা করে ঢুকতে দেওয়া হচ্ছে। তৃষ্ণা নিবারণে হাজারো পানির বোতল মাঠের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে।

দীর্ঘ পাঁচ বছর পর বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরকালে এ বঙ্গবন্ধু উদ্যানেই এক জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ামি ছেড়ে ‘লোনে’ ইউরোপে ফিরছেন মেসি!

স্ত্রী তালাক দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা, অতঃপর...

৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেবে ইতালি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার কাছে কিসের গুরুত্ব বেশি

হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে খেলোয়াড়দের ছাঁটাই করল আয়াক্স

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

১০

সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প

১১

গবেষণা / অকালমৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ

১২

শহীদ আবু সাঈদের কবর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু

১৩

৯ শিক্ষার্থী নিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে গেল নৌকা

১৪

স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

১৫

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন

১৬

ঢালাইয়ের সময় ছাদের কার্নিশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু

১৭

‘প্রমাণিত হলো, আ.লীগ কখনোই শোধরাবে না’

১৮

সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের

১৯

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X