পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় সরকারি জনতা কলেজে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ৭০ হাজার ৪৮২ জন। ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণের লক্ষ্যে ২৪ জন প্রিসাইডিং, ১৬৮ জন সহকারী প্রিসাইডিং ও ৩৩৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনামিকা নজরুল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন