পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুড়িকাঘাতে বড় ভাই আব্দুল দানেশের (৪৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সৎ ভাই আবু বক্কর সিদ্দিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল দানেশ আমতালা এলাকার খতির উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খতির উদ্দীন মারা যাওয়ার পর ৪ ভাই ও ১ বোনের মাঝে জমি ভাগ বাটোয়ারা করে দেন বড় ভাই দানেশ। এর মাঝে সিদ্দিক নিজের ভাগের জমি বিক্রি করে দিয়ে নতুন করে আরও জমি দাবি করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
ঘটনায় হতভম্ব হয়ে বাড়িতে অবস্থানকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিদ্দিককে গ্রেপ্তার করে। এদিকে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য থানায় নেওয়া হয়েছে।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন