গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেশিনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভোর ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরও বলেন, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মন্তব্য করুন