স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বছরজুড়ে সিরাজগঞ্জ

খুন দিয়ে শুরু, পেটে ২৩ কলম, শেষে উৎসবের আমেজ

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বছরজুড়ে সিরাজগঞ্জ জেলায় বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। এসব নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়। এর মধ্যে সর্বহারার গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যান খুন, মানসিক প্রতিবন্ধীর পেট থেকে কলম অপসারণ, চরমপন্থি সদস্যদের আত্মসমর্পণ ও তাদের পুনর্বাসন এবং তরুণের প্রেমে ভারতীয় গৃহবধূর আগমন ও গ্রেপ্তারের ঘটনা ছিল অন্যতম। এ ছাড়া খুন, ধর্ষণ ও উত্তপ্ত রাজনীতি নিয়ে সারা বছরই আলোচনায় ছিল যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ।

সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস হত্যা

বছরের শুরুতে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলি করে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে। তার মৃত্যু নিশ্চিত করে সর্বহারার নামে স্লোগান দিয়ে চলে যায়। লোমহর্ষক এই হত্যাকাণ্ড সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তৎপর হয়ে উঠে পুলিশ। ২ মাস পর ১৪ এপ্রিল এ খুনের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্পে লুট হওয়া একটি এসএমজিসহ তিনটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে পূর্ব বাংলা সর্বহারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা মনে করেই আব্দুল কুদ্দুসকে গুলি করে হত্যা করা হয়।

উত্তপ্ত বেলকুচির রাজনীতি

বছরজুড়ে আলোচনায় ছিল বেলকুচির উত্তপ্ত রাজনীতি। স্থানীয় এমপি মমিন মন্ডলের সঙ্গে সাবেক মন্ত্রী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। মেয়র সমর্থক বলে পরিচিত পত্রিকার এজেন্টের ছেলে নবিনকে মারধর করা হয়। এ মামলার প্রধান আসামি করা হয় এমপি আব্দুল মমিন মণ্ডলের ব্যবসা প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের জিএম ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও কাউন্সিলরের ছেলে শাহাদত হোসেন মুন্নাকে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যানারে এমপির ছবি না থাকায় হামলার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

১৩ মে পুলিশের সামনে এমপি মমিন মন্ডল ও মেয়র সাজ্জাদুল হক রেজা গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হন। ওই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমপির সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করে আওয়ামী লীগের দুগ্রুপ। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করলেও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দুপক্ষ পৃথক স্থানে কর্মসূচি পালন করে।

চরমপন্থি আত্মসমর্পণ এবং তাদের কর্মসংস্থান

আলোর পথে ফিরে আসতে ৭ জেলার ৩ শতাধিক চরমপন্থির আত্মসমর্পণ ছিল জেলার আরও একটি আলোচিত ঘটনা। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি চরমপন্থি সংগঠনের সক্রিয় তিন শতাধিক সদস্য ২১ মে দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলার ৩১৪ জন চরমপন্থি সদস্য প্রায় ২১৬টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। আশি-নব্বইয়ের দশকে মার্কস-লেলিন ও মাওবাদী আদর্শের নামে সক্রিয় ১৪টি চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতারা তরুণ সমাজকে ভুল বুঝিয়ে দলে টানতে থাকে। ধীরে ধীরে ব্যাপক বিস্তার লাভ করে চরমপন্থি সংগঠনগুলো। সাধারণ মানুষকে জিম্মি করে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়ে আলাদা রাজত্ব কায়েম করতে থাকে। হত্যা করা হয় কয়েক হাজার মানুষকে। পরে আধিপত্য বিস্তার ও নেতৃত্বের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে বিভিন্ন দল-উপদলে বিভক্ত হতে থাকে তারা। একে অপরকে হত্যা করতে থাকে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন চরমপন্থিদলের শীর্ষ নেতাসহ শতাধিক সদস্য। এরপর ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। বন্দুকযুদ্ধে শীর্ষ কয়েক নেতা নিহত হলেও থেমে থাকেনি তাদের কর্মকাণ্ড। ২০২০ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে চরমপন্থিদের আগ্রাসন থেকে রক্ষায় তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি সক্রিয় দলের নেতা প্রায় তিন শতাধিক সদস্য ও বিপুল পরিমাণ অস্ত্রসহ আত্মসমর্পণের সম্মতি জানায়। শেষ হতে যাওয়া বছরের ২১ মে তারা আত্মসমর্পণ করেন। ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ লাখ টাকা করে অনুদান পান ৩১৪ চরমপন্থী।

অস্ত্রোপচার ছাড়াই মানসিক রোগীর পেটে ২৩ কলম বের করা

সিরাজগঞ্জে আব্দুল মোতালেব নামের একজন মানসিক রোগীর পেট থেকে দুই দফায় ২৩টি কলম বের করে আলোচিত হন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। ২৭ ও ২৯ মে অস্ত্রোপচার ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে কলমগুলো বের করা হয়। চিকিৎসকরা বলেন, অস্ত্রোপচার ছাড়া একবারে ২৩টি কলম বের করার ঘটনা এটাই প্রথম। বেলকুচি উপজেলার আটার দাগ গ্রামের মোতালেব হোসেন নামে ওই ব্যক্তি ১২ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। এক বছর ধরে তিনি পেটের ব্যথায় কাতরালেও চিকিৎসকরা তার রোগ নির্ণয় করতে পারছিলেন না। শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তির পর অ্যান্ডোস্কপির মাধ্যমে পাকস্থলীতে অনেক কলম দেখতে পান চিকিৎসকরা। ঝুঁকিপূর্ণ হলেও তারা এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করার সিদ্ধান্ত নেন এবং সফল হন।

প্রেমের টানে সিরাজগঞ্জে ভারতীয় গৃহবধূ

স্বামী-সন্তান থাকতেও নিজেকে কুমারী পরিচয় দিয়ে নার্গিসা বেগম নামের এক ভারতীয় গৃহবধূ ফেসবুকে প্রেমের সূত্র ধরে উল্লাপাড়ায় এসে জুয়েল সরকার নামে এক তরুণকে বিয়ে করেন। মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে করলেও পরে সেটা মিডিয়ার মাধ্যমে জানাজানি হয়। তবুও প্রেমিক জুয়েল তাকে মেনে নেন। কিন্তু তারা সংসার করাবস্থায় ২২ জুন স্ত্রীকে ফিরে পেতে ছুটে আসেন ভারতীয় স্বামী ফজলুল হক মীর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা ফজলুর রহমান মীর স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হন। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাকে। অবশেষে ১ আগস্ট ভোরে প্রতারণার মামলায় গ্রেপ্তার হন সেই নার্গিসা বেগম ও তার বাংলাদেশি স্বামী জুয়েল রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে আর রক্ষা নেই, নতুন বিধান

১১

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি

১২

৩ মাসের জন্য ফজলুর রহমানের সব পদ স্থগিত করল বিএনপি

১৩

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

১৪

বন্ধুর জানাজায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবুর পরলোকগমন

১৫

শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান

১৬

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

১৭

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আইইবির

১৮

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

১৯

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

২০
X