মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডালিয়ার ৭ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া ইশতেহার ঘোষণা করেন। ছবি : কালবেলা
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া ইশতেহার ঘোষণা করেন। ছবি : কালবেলা

শিক্ষা-সংস্কৃতি ও রাস্তা-ঘাট ‍উন্নয়নসহ সাত দফা ইশতেহার ঘোষণা করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া। রোববার (৩১ ডিসেম্বর) রাজশাহীর নানকিং দরবার হলে তিনি তার এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া তার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর অংশ হিসেবে আজ তিনি তার নির্বাচনী আসনে শিক্ষার গুণগতমানসহ সাত দফা ইশতেহার ঘোষণা করেন।

এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের মাধ্যমে শিক্ষার গুণগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। স্কুল-কলেজ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জাতীয় সংসদ প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুল-কলেজ সরকারিকরণ, এমপিওভুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুরক্ষা করব। গরিব, দুঃস্থ, মেধাবী শিক্ষার্থীদের সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরশাদ আলি শিক্ষা বৃত্তি ব্যবস্থা করতে চাই। স্বাক্ষরতার হার শতভাগ উন্নীত করে গোদাগাড়ী-তানোরকে শতভাগ শিক্ষিত ঘোষণা করার প্রতিশ্রুতি দিচ্ছি। এ ছাড়া নির্বাচিত হলে সরকারি বরাদ্দের সঠিক ব্যবস্থাপনা করে প্রথমেই কর্মমুখী শিক্ষায় জোর দিয়ে দুই উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ব্যবস্থা করব।’

ডালিয়া বলেন, ‘প্রয়োজনীয় প্রশিক্ষণের মানবসম্পদের দক্ষতা উন্নয়ন করে বিভিন্ন ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, ব্যবসার অনুকূল পরিবেশে সৃষ্টি পূর্ব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আমারা অন্যতম প্রতিশ্রুতি। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারি-বেসরকারি উদ্যোগে আইসিটিবিষয়ক প্রশিক্ষণ দেব। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সরকারি উদ্যোগে আইসিটি বিষয় প্রশিক্ষণ প্রদান করব।’

স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, ‘গোদাগাড়ী তানোর অন্তর্গত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি হেলথ ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বাড়ানোসহ সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রয়োজন অনুযায়ী অবকাঠামগত উন্নয়ন, চিকিৎসক নিয়োগ, যন্ত্রপাতি সংগ্রহ, টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবায় গুণগত পরিবর্তন করব। প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা করব। এ ছাড়া গোদাগাড়ী-তানোরে আন্তর্জাতিকমানের হাসপাতাল নির্মানসহ একটি উন্নত নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব।’

রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট ও বিদ্যুৎ গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগের নিশ্চিত করার তাগিদ দিয়ে এ সময় ডালিয়া বলেন, ‘গোদাগাড়ী-তানোর প্রতিটি রাস্তা ঘাট উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে চাই। কৃষি নির্ভর গোদাগাড়ী-তানোর কৃষকের জীবনমান উন্নয়ন করার কথা জানিয়ে স্বতন্ত্র এ প্রার্থী বলেন, নায্য মূল্যে সার কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা। কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত অনুদান সঠিকভাবে বণ্টন নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে কৃষকদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। আমি আদিবাসীদের সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এ ছাড়া প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সকল সরকারি অনুদানের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

১০

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১১

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১২

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১৩

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৫

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৬

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৭

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৮

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৯

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

২০
X