কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বছরের শেষ সূর্যাস্ত দেখতে আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়

হোটেলে না থাকলেও সৈকতে দেখা মিলছে অনেক পর্যটকদের। ছবি : কালবেলা
হোটেলে না থাকলেও সৈকতে দেখা মিলছে অনেক পর্যটকদের। ছবি : কালবেলা

বছরের শেষ সূর্যাস্ত ও প্রথম সূর্যোদয় উপভোগ করতে বরাবরই কুয়াকাটায় আগমন ঘটে হাজারো পর্যটকের। আর এ উপলক্ষে বাড়তি চাপ তৈরি হয় পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায়। তবে করোনার শুরুর থেকেই উন্মুক্ত স্থানে সরকারিভাবে অনুমোদন না থাকায় তেমন পর্যটকদের আনাগোনা চোখে পড়ে না।

তবে প্রতিবছরের ন্যায় এবছর হোটেল-মোটেল ও ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি থাকলেও তেমন আবাসিক হোটেলে বুকিং নেই বলে জানিয়েছেন হোটেল-মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ।

তিনি আরও জানান, এখন যে পরিমাণে পর্যটক দেখছেন তা মূলত যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আশপাশের লোকজন। তারা সারাদিন সৈকতে ঘুরেফিরে সন্ধ্যায় আবার চলে যায়। তবে আগামী সপ্তাহে কিছু অগ্রিম বুকিং চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিনোদন স্পটসহ বিভিন্ন স্থানকে রঙিন লাইট, বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। হোটেল ধোয়া-মোছা করে পরিপাটি করে রেখেছেন, তবে কাঙ্ক্ষিত বুকিং না পেয়ে হতাশ বেশিরভাগ হোটেল মালিক ও ব্যবসায়ীরা।

ইংরেজি নববর্ষে সামনে-পেছনে কোনো সরকারি বন্ধ না থাকা এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে প্রথম শ্রেণির হোটেলগুলোতে ২০ থেকে ৩০ শতাংশ বুকিং হয়েছে তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কোনো প্রকার অগ্রিম বুকিং না থাকায় কাঙ্ক্ষিত পর্যটক থেকে বঞ্চিত হবার শঙ্কা পর্যটন নির্ভর ব্যবসায়ীদের।

সরওয়ার জামান ও মিসেস জামান ঘুরতে আসছেন ঢাকার মিরপুর থেকে। তারা মূলত নবদম্পতি। তারা বছরের শেষ দিনটি কাটানোর জন্য কুয়াকাটায় বেড়াতে আসছেন। তারা ভাবছিলেন সৈকতে বসে ইংরেজি নববর্ষের শেষ সূর্যকে বিদায় জানাবেন পাশাপাশি তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। তাদের দাবি তারা সূর্যকে বিদায় জানালেও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত।

পর্যটক ফখরুজ্জামান বলেন, আমি লাউকাঠি থেকে আসছি। সকালে আসলাম আবার বিকেলে চলে যাব। রাতে অবস্থান করলেই ৩ হাজার টাকা নাই। তাই রাতেই চলে যাব। সারাদিন যা দেখছি তাতেই সন্তুষ্ট।

আবাসিক হোটেল গোল্ডেন ইন’র ব্যবস্থাপনা পরিচালক মো৷ আল আমিন মুসল্লি বলেন, গত অক্টোবর থেকে শুরু হওয়া হরতাল-অবরোধের ধাক্কায় থার্টি ফার্স্টের মতো বড় বাজারেও আমরা লোকসান দিচ্ছি। আমরা রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি চাই।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানিয়েছেন, বছরে যতগুলো বন্ধে কুয়াকাটায় পর্যটকে টইটুম্বুর থাকে তারমধ্যে থার্টি ফার্স্ট নাইট অন্যতম। তাই এই বন্ধকে কেন্দ্র করে আমাদের অনেক আয়োজন থাকে, তবে আকাঙ্খার ২০ শতাংশও বুকিং হচ্ছে না। যে কারনে হোটেল মালিক ও পর্যটকদের সেবা দেয়া ২৬টি পেশার মানুষ এখন হিমশিম খাচ্ছে। যা পর্যটকদের জন্য হুমকি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ডিসেম্বরজুড়ে পর্যটকদের চাপ থাকে। তবে বর্তমানে কিছুটা কম তারপরেও সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। যাতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X