মিজানুর রহমান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে বেড়েছে রসুনের আবাদ

নাটোরে গুরুদাসপুরে রসুনের কোয়া বুনতে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা
নাটোরে গুরুদাসপুরে রসুনের কোয়া বুনতে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা

নাটোরে গুরুদাসপুরে এ বছর বেড়েছে সাদা সোনা খ্যাত রসুনের আবাদ। আমন ধান কাটা কাদাযুক্ত নরম জমিতে রসুনের কোয়া বুনতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বিনা চাষে আর অল্প খরচে এ ফসলের সঙ্গে সাথি সফল তরমুজ, বাঙ্গি ও মিষ্টি কুমড়া আবাদ করা যায়। ফলে রসুনে লাভ না হলেও সাথি ফসলে লাভের আশায় প্রতি বছরই এ আবাদে আগ্রহ থাকে কৃষকদের।

তথ্যমতে, সারা দেশের এক তৃতীয়াংশ রসুন নাটোর জেলাতেই হয়ে থাকে। গত বছর জেলাতে ১৬ হাজার ৭০৪ হেক্টর জমিতে এ ফসলের আবাদ হয়েছিল। এ বছর বেড়ে ১৮ হাজার ২০০ হেক্টর জমিতে এআবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয়েছে। এদিকে জেলার এক তৃতীয়াংশ রসুন গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলাতেই হয়ে থাকে। এর মধ্যে বড়াইগ্রাম উপজেলাতে ৭ হাজার হেক্টর আর গুরুদাসপুর উপজেলাতে ৫ হাজার ২০০ হেক্টর জমিতে এ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ ধরা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, চলনবিল অধ্যুষিত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ মাঠগুলোতে চলছে রসুন আবাদের মহোৎসব। রসুনের কোয়া বুনতে ব্যস্ত হয়ে পড়েছেন গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার কৃষকরা। গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়ন ও খুবজিপুর ইউনিয়নের মাঠগুলোর দিকে তাকালেই দেখা মিলে জমি প্রস্তুতকরণ ও রসুনের কোয়া বোনার দৃশ্য। দেখা মিলবে ঢেকে রাখা জমির খড়ের ফাঁক বের হওয়া রসুনের কচি পাতা। খুবজিপুর ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, এক বিঘাতে জমিতে আবাদে খরচ হয় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। রসুন উৎপাদন হয় ২৫ থেকে ২৭ মণ। এর সাথে সাথী ফসল তরমুজ, বাঙ্গি ও মিষ্টি কুমড়া আবাদ হয়। ফলে রসুন আবাদের লাভ না হলেও সাথী সফল দিয়ে কাটিয়ে ওঠা যায় ক্ষতি।

ধারাবারিষা ইউনিয়নের কৃষক আমজাদ ও রফিক বলেন, গত কয়েক বছর ধরে দুই বিঘা জমি লিজ নিয়ে রসুন আবাদ করছেন। রসুন ও সাথি ফসল বিক্রিতে সফলতা পায়নি। গুনতে হয়েছে লোকসান। ফলে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা। এবছর রসুনের ভালো দাম পাওয়ায় সেই লোকসান কাটিয়ে উঠতে পেরেছেন। তাই এ বছর আরও দুই বিঘা জমি লিজ নিয়ে বুনেছেন রসুন। শ্রমিকরা বলেন, বাজারে সবকিছুর দাম বেড়েছে। কিন্তু আমাদের শ্রমের দাম বাড়েনি। আগে শ্রমের দাম ছিল ৪০০ টাকা। এখন কিছুটা বেড়ে হয়েছে ৫০০ টাকা। উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ বলেন, এ বছর শুরু থেকেই রসুনের বাজারমূল্য চড়া ছিল। ফলে কৃষকরা রসুনের ভালো দাম পেয়েছেন। তাই রসুনের আবাদ বেড়েছে। কৃষি পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

বিএনপির আরেক নেতাকে গুলি

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

১০

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

১১

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

১২

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১৩

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

১৪

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

১৫

বিএনপির ৫ কর্মসূচির ঘোষণা, নেবে মতামত ও পরামর্শ

১৬

‘ক্ষমতায় গেলে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএনপি’

১৭

ড. খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক, মন্তব্যে চীনের প্রতিবাদ

১৮

জাকাতের বিধান ও সমকালীন মাসায়েল নিয়ে নতুন গ্রন্থ ‘জাকাত’

১৯

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প 

২০
X