স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজ, বিনোদন, এমনকি ব্যক্তিগত তথ্য সংরক্ষণেরও অন্যতম উপকরণ। তাই ফোনের যত্ন নেওয়া এখন একান্ত প্রয়োজন। কিন্তু জানেন কি, বেশিরভাগ মানুষ প্রতিদিন এমন একটি সাধারণ কাজ করেন, যা অজান্তেই তাদের স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, ফোনকে প্রতিবার ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়াই সেই ক্ষতিকর অভ্যাস।
অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে লাগিয়ে দেন, যেন সকালে ঘুম থেকে উঠে পুরো ব্যাটারি পাওয়া যায়। কেউ কেউ আবার অফিসে বা বাসায় চার্জে লাগিয়ে রাখেন এবং ১০০ শতাংশ না হওয়া পর্যন্ত চার্জার খুলতে চান না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসই ফোনের সবচেয়ে বড় শত্রু।
তাদের ব্যাখ্যা, ফোন বারবার পুরোপুরি চার্জে নিলে ব্যাটারির ভেতরে অতিরিক্ত তাপ তৈরি হয়। এতে লিথিয়াম-আয়ন ব্যাটারির সেলের ওপর চাপ পড়ে, যা ব্যাটারির ‘কেমিক্যাল এজিং’ বা রাসায়নিক বার্ধক্য দ্রুত ঘটায়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়, ফোন গরম হতে শুরু করে এবং সার্বিক আয়ু হ্রাস পায়।
যদিও আধুনিক স্মার্টফোনগুলোতে ‘ওভারচার্জ প্রোটেকশন’ ব্যবস্থা থাকে, তবুও প্রতিবার ফুল চার্জ দেওয়া ক্ষতি করে। বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত চার্জিংয়ে ফোনের ভেতর অপ্রয়োজনীয় তাপমাত্রা বাড়ে, যা ঠিক সূর্যের নিচে রেখে দেওয়ার মতো ক্ষতিকর।
তাদের পরামর্শ
১. ফোনকে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত।
২. নতুন মডেলের অনেক ফোনেই এখন ‘চার্জিং লিমিট’ সেট করার অপশন আছে, সেটি ব্যবহার করুন।
৩. এতে ব্যাটারির স্থায়িত্ব বাড়বে এবং ফোন দীর্ঘদিন ভালো পারফর্ম করবে।
বিশেষজ্ঞরা আরও জানান, নিয়মিত ১০০ শতাংশ চার্জ করার ফলে ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়, একসময় চার্জ দ্রুত শেষ হয়ে যায়।
তাই আপনি আইফোন বা অ্যান্ড্রয়েড যেটাই ব্যবহার করুন না কেন, অভ্যাসটা আজই বদলান। প্রতিবার ১০০ শতাংশ নয়, ৮০ শতাংশই হোক আপনার ফোনের ‘লাইফ সেভিং চার্জ’।
সূত্র : জিও নিউজ
মন্তব্য করুন