শীত ও কুয়াশার তীব্রতা বেড়েছে লালমনিরহাটের পাটগ্রামে। ঘন কুয়াশার সাথে নেমে আসা হিমেল হাওয়া কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সময়মতো কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। বিশেষ করে নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের হতদরিদ্র মানুষরাদের দুর্ভোগে পোহাতে হচ্ছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় ২ ডিগ্রি কমেছে। তবে আগামীতে আরও কমতে থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রামের আবহাওয়া অফিস।
পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার মামুন বলেন, গতকাল থেকে শীত ও কুয়াশা বেড়েছে। আজ এত পরিমাণে কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না। আমার আজ মোটরসাইকেলে নাগেশ্বরী যাওয়ার কথা, কিন্তু সাহস পাচ্ছি না।
একই এলাকার শ্রমিক সহিদার রহমান বলেন, যতই শীত কুয়াশা হোক না কেন, আমাদের কাজ করাই লাগে। আমি রাজমিস্ত্রির কাজ করতে শহরে যাচ্ছি। এখনি হাত-পা কাজ করছে না, বরফ হয়ে গেছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ লালমনিরহাট জেলার তাপমাত্রা আগামীতে আরও নিম্নগামী হবে। তবে আগামীকাল বলা যাবে কবে নাগাদ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মন্তব্য করুন