নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেওয়া, বইগুলো পরম যত্নে ছোট্ট দুহাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে ফেনী শহরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।
সকাল ১০ টায় ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার।
জেলা প্রশাসক বলেন, নতুন বছরে নতুন মলাটে সকল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সারাবিশ্বে বিরল ঘটনা। আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীরা। তারা যেন নতুন বই পেয়ে সারা বছর আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। নতুন কারিকুলামে রূপান্তরের এ শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক স্কুলে সহশিক্ষা কার্যক্রম চালু রেখে শৃঙ্খল ও সুন্দর জীবন গড়তে হবে। আজকের শিক্ষার্থীরাই আধুনিক স্মার্ট ও সুন্দর বাংলাদেশ গড়বে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফাহমিদা হক, জেলা শিক্ষা অফিসার শফি উল্ল্যাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. সফিউল আলম।
জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে ফেনীতে ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকে সর্বমোট বইয়ের চাহিদা-২৬ লাখ ৯১ হাজার ৩৯২, প্রাপ্ত বইয়ের সংখ্যা-১৬ লাখ ৭৭ হাজার ৫৭৯, বই প্রাপ্তির হার- ৬২.৩৩ শতাংশ। প্রাথমিকে জেলায় মোট বইয়ের চাহিদা-৬৭৮৫২৩ প্রাপ্ত বইয়ের সংখ্যা -৬ লাখ ৭৮ হাজার ৫২৩টি বই প্রাপ্তির হার-১০০ শতাংশ। শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন