নাটোরে মহাধুমধামে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে একযোগে আজ সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রওশন আলী, প্রধান শিক্ষক, আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক আঞ্জু মনোয়ারা প্রমুখ।
এদিকে নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেওয়া, বইগুলো পরম যত্নে ছোট্ট দুহাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।
মন্তব্য করুন