নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের দাবিতে সোমবার (১ জানুয়ারি) আদালত বর্জন করেছেন ফেনীর বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি লিফলেট বিতরণ করবেন। দুপুরে ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে ফেনী জজকোর্ট আদালতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা একত্রিত হয়ে নির্বাচনের বিপক্ষে স্লোগান দেন।
কর্মসূচিতে ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিল ফেনীর সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা সাহাব উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ল-ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, সারা দেশে আমাদের আদালত বর্জন কর্মসূচি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ফেনীতে এই কর্মসূচি পালন করেছি।
বিএনপি নেতা অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের কোথাও ন্যায়বিচার নেই। আদালতগুলোতে বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।
ল-ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক শামসুল হুদা বলেন, নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজির স্থাপন করা হয়েছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।
মন্তব্য করুন