খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বই বিতরণ অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা

বই বিতরণ অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থীর ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। ছবি : সংগৃহীত
বই বিতরণ অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থীর ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। ছবি : সংগৃহীত

১ জানুয়ারি বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। কিন্তু এদিন ব্যতিক্রম চিত্র দেখা গেছে, উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে। এ অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেন পার্শ্ববর্তী হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান।

সোমবার (১ জানুয়ারি) সকালে ওই স্কুল মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে লিফলেট ও ভোট চাওয়ার বক্তব্য দেন এই অধ্যক্ষ। পরে অধ্যক্ষ তার নিজ ব্যবহৃত ফেসবুক আইডিতে কয়েকটি ছবি ও বক্তব্যের ভিডিও পোস্ট করেন।

সেই ভিডিও এবং ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেন, শুভ নববর্ষ ২০২৪। বছরের প্রথম দিনেই হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ হচ্ছে। ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ২ নং ভেরি ভেরি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ হোসেনপুর ডিগ্রি কলেজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি , শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীরা উপস্থিতিতে নৌকা মার্কার প্রার্থী সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, সভাপতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয় এর পক্ষে ভোট চান ও বক্তব্য রাখেন জনাব মোনায়েম খান।

ছবিতে দেখা যায়, বই দেওয়ার পাশাপাশি দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর লিফলেট বিতরণ করছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

এ ছাড়া ভিডিও ক্লিপে তিনি বলেন, আমাদের বাড়ির পাশে মন্ত্রী মহোদয়ের বাড়ি। তিনি আবারো দাঁড়িয়েছেন। আমরা শিশুদের জন্য বলতেছি, তোমরা যদিও ভোটার না। আমার কাছে কিছু পোস্টার আছে তোমাদের দিব। প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের বাবা-মাকে বলবে, ওনাকে ভোট দিলে উনি আবার এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে, ভবন নেই, স্কুল-মাদ্রাসা ও কলেজে ভবন নাই, উনি হলে যদি এবার এই বিল্ডিংগুলো দেন। উনি এই ছবিটা দেখে খুশি হবে, বই দেওয়ার পাশাপাশি ওনার পোস্টার দিয়েছি। উনি দাঁড়াইছেন ৭ তারিখে ওনার ভোট। তোমাদের বাবা-মাকে বলবা, আমাদের একজন এমপি দাঁড়াইছে। স্যার বলছে ভোটটা দিতে।

এ বিষয়ে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে। তিনি বলেন, আমার পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ হিসেবে ওনাকে অতিথি করেছি। উনি আমার কোমলমতি শিক্ষার্থীদের হাতে লিফলেট ও ভোট চাওয়ার বক্তব্য দিয়ে ঠিক করেনি। আমরাও কল্পনাও করতে পারিনি যে তিনি এ কাজ করবেন। তিনি যেটা করেছেন সেটা সঠিক করেননি।

এ বিষয়ে মাধমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জানান, সারা দেশে উৎসব মুখর পরিবেশে বই উৎসব হচ্ছে কিন্তু এতে নির্বাচনী প্রচার-প্রচারণা করার কোনো সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজউদ্দিন বলেন, বিষয়টি অবগত হয়েছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, আপনার মাধ্যমে অবগত হলাম। বিষয়টি তদন্ত করে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের কোটে তোলা হলো মাদুরোকে

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

১০

পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গোনাহ হয়?

১১

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

১২

সুন্দরবনে উদ্ধার বাঘের অবস্থা আশংকাজনক

১৩

শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার

১৪

কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

১৫

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতির দাবি

১৬

মাইলস্টোনে বিমান ট্র্যাডেজি / নিহত ও আহত পরিবার পাচ্ছে ১০ কোটি টাকার সরকারি অনুদান

১৭

শীতে ছিন্নমূল মানুষের পাশে ‘স্বপ্ন’

১৮

কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১৯

১৪ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যাচ্ছে হোটেল-রেস্তোরাঁ কর্মীরা

২০
X