সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে ১টি ইঞ্জিনচালিত ট্রলার, অবৈধ বেন্দী জালসহ মাছ জব্দ করা হয়।
আটক জেলেরা হলো- বাগেরহাট জেলার মংলা উপজেলার রবিউল শেখ, বিপ্লব, উজ্জ্বল ব্যাপারী, লাল মিয়া শেখ, মাফতুন শেখ ও আরমান আলী।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নীলকোমল টহল ফাঁড়ির আওতাধীন বঙ্গবন্ধুরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
নীলকোমল টহল ফাঁড়ির ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের ২ জানুয়ারি সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন