দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেরিঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। এর আগে টানা ৮ ঘণ্টা বন্ধের পর ৭টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওযায় দুর্ঘটনা এড়াতে এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। আর ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের সারি দেখা দেয়। এতে উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। হঠাৎ ফেরি চলাচল বন্ধের কারণে মাঝনদীতে কয়েকটা ফেরি আটকা পড়ে এবং উভয় পাড়ে ফেরিগুলো নোঙর করে থাকে। এ সময় কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ট্রলারে করে যাত্রী পারাপার করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুণরায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধের কারণে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘলাইনের সৃষ্টি হয়েছে। আর চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটে যাতায়াতরত যাত্রীরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভুইয়া কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকালে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়। এ নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে।
মন্তব্য করুন