নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বিত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় অজ্ঞাত দুর্বিত্তরা পিকআপটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সময় এ পথে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে যাওবার সময় অগ্নিসংযোগের ঘটনা দেখতে পেয়ে নেমে নেতাকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীকে খুঁজতে পুলিশ কাজ করছে। জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নারায়ণগঞ্জ-ঢাকা পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন