নৌকার প্রার্থী ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি ও গ্রেপ্তার করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন ফরিদপুর-৩ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
তিনি বলেন, গতকাল রাতেও ঈগল সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই ভোটের মাঠ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন ঈগল প্রতীকের এ প্রার্থী।
নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরে ঝিলটুলির নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
এ কে আজাদ বলেন, বাংলাদেশকে বেকারত্ব ও ক্ষুধামুক্ত করার এই মিশনে ঈগলের পক্ষে জনসমর্থন দেখে তা নস্যাৎ করার চেষ্টা করছে জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক ও তার সমর্থকরা। নৌকার এই প্রার্থী নানা কায়দায় বাধা সৃষ্টি করছেন। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ঈগল সমর্থক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি অব্যাহত রয়েছে। এসব ঘটনায় ৫টি মামলা ও ১৪টি জিডি করার পরেও দু-একটি ছাড়া তেমন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, গত রাতেও শহরের ১৫ নম্বর ওয়ার্ডে রাতে তার ক্যাম্পে আগুন দিতে গিয়ে পেট্রোল বোমাসহ স্থানীয়দের হাতে আটক হয়। সে নৌকার কর্মী ছিল। তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও নৌকার কর্মীরা নিজেদের ক্যাম্পে আগুন দিয়ে তার কর্মীদের ওপর মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়াসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্য করুন