রাজশাহীর বাঘায় দুর্বৃত্তের ছোঁড়া পেট্রলবোমায় দুজন আহত হয়েছে ।রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাঘা উপজেলার বেশ কয়েকটি স্থানে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুষ্কৃতকারীরা আতঙ্ক সৃষ্টি করার লক্ষে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে দুষ্কৃতকারীর ছোঁড়া ককটেল বোমার আঘাতে দুইজন আহত হয়।
আহতরা হলেন, মনিগ্রাম দক্ষিণ মালদার পাড়া গ্রামের ছামাদ আলী ছেলে মো. তুফান আলী ও হবি প্রমানিকের ছেলে মো. রফিকুল ইসলাম।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রফিকুল ইসলামের হাতের কনুই ও তালুতে গুরুতর জখম হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয় এবং মো. তুফান আলীকে স্থানীয় চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন