ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:০২ এএম
অনলাইন সংস্করণ

টাকা নেওয়ার সময় ধরা সহকারী প্রিসাইডিং অফিসার

সহকারী প্রিসাইডিং অফিসার আইযুব আলী চৌধুরী। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট
সহকারী প্রিসাইডিং অফিসার আইযুব আলী চৌধুরী। ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট

জামালপুর-২ (ইসলামপুর) আসনে কুলকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি কেন্দ্রে ২৫ হাজার টাকা নেওয়ার সময় সহকারী প্রিসাইডিং অফিসারকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসারের নাম আইযুব আলী চৌধুরী।

এ সময় তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছেন নৌকার প্রার্থী ও কাঁচি প্রতীকের স্বত্রন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়করা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পড়ে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে।

ভিডিওটিতে দেখা যায়, দুই থেকে তিন ব্যাক্তি ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে টাকা দিয়েছে এই বলে প্রশ্ন করছে। প্রশ্নের একপর্যায়ে সে স্বতন্ত্র প্রার্থীর নাম বলে। পরবর্তীতে যারা সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন করছে, তাদেরকেই অফিসারের ওপর চড়াও হতে দেখা গেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের সমন্বয়ক আইনজীবী আব্দুস ছালাম জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী চৌধুরীকে টাকা দেওয়ার সময় আটক হয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

তবে বিষয়টি সাজানো নাটক দাবি করে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। তারা নিজেরাই নাটক তৈরি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেস কনফারেন্স করে ফেলল। এতেই তো ব্যাপারটি স্পষ্ট। ঘটনাটি সিনেমার মতো। সহকারী প্রিসাইডিং অফিসার বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি চ্যার্লেস চৌধুরীর ভাই। সে কী করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে। তারা আমাদের জনপ্রিয়তা সহ্য করতে বা দেখতে না পেরে এ কাজ করেছে।

হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, কে বা কারা সেই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে টাকা দিয়েছে। পরে আরেক পক্ষের লোকজন তাকে ধরেছে। আমি দ্রুত প্রশাসনকে জানিয়েছি৷ তাকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ড গেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা ছাইফ গ্রেপ্তার

জাতিসংঘ ফেলোশিপে ১০ নারীর মধ্যে স্থান পেলেন বাকৃবির মারজানা

জিয়া পরিবারকে সবচেয়ে নির্যাতন করেছে আওয়ামী সরকার : কবির ভূইয়া

মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

১০

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১১

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

১২

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

১৩

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

১৪

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

১৫

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

১৬

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৭

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৮

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

১৯

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

২০
X