গাজীপুরে অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। গাজীপুর-২ আসনের একটি কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম মারা গেছেন। রোববার (৭ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, গাজীপুর -২ আসনের ৮০ নম্বর কেন্দ্র খাইলকুর এলাকায় উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন আব্দুল করিম। সকালে কেন্দ্র থেকে বের হয়ে নাশতা করছিলেন তিনি। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঘটনাস্থলে মারা যান। আব্দুল করিম কালীগঞ্জে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
এ ছাড়া গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
চার স্তরের নিরাপত্তাবলয়ে পুরো নির্বাচনী এলাকা ঢেকে ফেলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
সকাল থেকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এ ছাড়া প্রার্থী বা তাদের এজেন্ডদের কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন