হবিগঞ্জ-৪ আসনে মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার নিজ কেন্দ্র চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৮টায় প্রথম ভোট দেন তিনি।
এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
হবিগঞ্জে ৪টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু নির্বাচন অনুুষ্ঠিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ৮ লাখ ৪২ হাজার ৩৮ জন। এবারের নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসন থেকে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন