কুড়িগ্রামের উলিপুরে জালভোট দেওয়ার অপরাধে মাহতাব হোসেন রুদ্রকে (২৪) আটক করা হয়েছে।
আটক রুদ্র মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিদুর রহমানের পুত্র। ঘটনাটি ঘটেছে মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের ১১১ কেন্দ্রের ৭ নং বুথে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বেলা ১১টার সময় ভোট দিতে ভোটার সেজে ওই কেন্দ্রের পুরুষ বুথে প্রবেশ করে সে। এ সময় দায়িত্বরত কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে জোড় করে ব্যালট পেপারে সিল মারতে থাকে। দায়িত্বে থাকা কর্মকর্তারা চিৎকার শুরু করলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোখলেছুর রহমান পুলিশের সহযোগিতায় মাহতাব হোসেন রুদ্রকে আটক করে।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাহতাব হোসেন রুদ্রকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোখলেছুর রহমানকে প্রত্যাহার করে সহকারি প্রিসাইডিং এম মনিরুজ্জামানকে প্রিসাইডিং হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার মোখলেছুর ও মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আসাদুজ্জামানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান জানান, প্রিসাইডিং অফিসার ও অফিস সহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন