চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ (নৌকা) ৭৯ হাজার ৮১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক) পেয়েছেন ৭২ হাজার ৭৯ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মু. জিয়াউর রহমান (নৌকা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস (ঈগল) পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট ।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ (নৌকা) পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএমের প্রার্থী মোহাম্মাদ আব্দুল মতিন (নোঙর) পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এ ফলাফল ঘোষণা করেন।
মন্তব্য করুন