লালমনিরহাটের পাটগ্রামের শীর্ষ সন্ত্রাসী তানজিদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বুড়িমারী (খিরা আজ্জারবাড়ী, ১নং ওয়ার্ড) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
গ্রেপ্তারকৃত তানজিদ উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মেডিকেল এলাকার শামসুল হক ছেলে বলে জানা গেছে।
পাটগ্রাম থানা পুলিশ জানায়, তামজিদ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে চুরি, ছিনতাই, অপহরণ, মারামারি, প্রতারণা, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। তাদের অভিযোগ, তানজিদ এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। মাদক সেবনসহ চুরি, ছিনতাই, অপহরণ, মারামরি তার নেশা ও পেশায় পরিণত হয়েছিল। ভুক্তভোগীরা তানজিদের ভয়ে কোথাও অভিযোগ করতেও ভয় পেতেন। টাকার বিনিময়েও তানজিদ তার সন্ত্রাসী কার্যক্রম করে থাকে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তাকে গ্রেপ্তার করায় এলাকার জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ তানজিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন