যশোরে অস্ত্র মামলায় বেনাপোলের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ফারুক সরদারের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ জানুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি ফারুক সরদার বেনাপোল পুটখালী উত্তরপাড়ার আকতার সরদারের ছেলে। এছাড়া এ মামলা থেকে পুটখালী পশ্চিমপাড়ার ছাদেক মোল্লার ছেলে জনিকে খালাশ প্রদান করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৯ আগস্ট মধ্যরাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের কাছে খবর আসে পুটখালী গ্রামের পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র বেচাকেনা করছে। র্যাবের ওই টিম তাৎক্ষণিক বেনাপোলে এসে বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। রাত ৩টায় ঘটনাস্থল থেকে ফারুককে আটক করে দুটি রিভালবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় জনি পালিয়ে যায়। এ ঘটনায় র্যাব-৬ যশোরের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে বেনাপোল পোর্ট থানার এসআই আজমল হুদা ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
মামলার রায় ঘোষণার দিনে দুই আসামির উপস্থিতিতে বিচারক ফারুক সরদারকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে এ মামলার অপর আসামি জনিকে খালাশ প্রদান করেন।
মন্তব্য করুন