ময়মনসিংহের গফরগাঁওয়ে লিটন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী লিটন মিয়ার বাবা জালাল উদ্দিন দত্তেরবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আ.লীগ নেতা জালাল উদ্দিন জানান, রাত অনুমানিক সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে এসে ছেলে লিটন মিয়াকে লক্ষ্য করে ঘরের জালানা দিয়ে বেশ কয়েকটি গুলি করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়া এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর আগে গত ১ জানুয়ারি গভীর রাতে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের বসতঘরে আগুন দিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঐ সময় আগুনে বসতঘরের তিনটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমাকে এবং পরিবারের লোকজনদের একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাকে আগুনে পুড়িয়ে মারতে ব্যর্থ হয়ে এখন আমার ছেলের ওপর গুলি চালানো হয়েছে। এ ঘটনার জন্য বিরই গ্রামের ইব্রাহিম, শামীম, বিপুল, রবি ও মানিক মিয়াকে দায়ী করেছেন তিনি।
পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলি নয়, ককটেল নিক্ষেপ করা হয়েছে।
মন্তব্য করুন