নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি ও কাভার্ডভ্যান চালক আব্দুল শুকুরকে আটক করেছে র্যাব। এ সময় গাঁজা বহনকারী কাভার্ডভ্যানের সহযোগী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি দল।
আটক আব্দুল শুকুর চট্টগ্রাম জেলার পটিয়া থানার শান্তিরহাট (বুদ্ধরা) গ্রামের মৃত লিয়াকত আলী ছেলে। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার বণী গ্রামে।
বুধবার দুপুরে র্যাব-৫, রাজশাহী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মাদকের বড় চালান নিয়ে একটি কাভার্ডভ্যানযোগে কুমিল্লা থেকে নাটোর হয়ে রাজশাহীর দিকে যায়। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল নওগাঁর মান্দা উপজেলার জয়বাংলা মোড় থেকে চালক ও মাদককারবারি আব্দুল শুকুরকে আটক করে। এ সময় ট্রাকের ভেতরে রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন