চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য আরেকটি ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উভয় দণ্ড একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ রায় দেন অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক মো. রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-মিশন বাজারের এসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী (৩০)। বিচারকের রায় ঘোষণার সময় আসামি খাইরুল আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী লাইলি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পলশা-মিশন বাজারে জসিম উদ্দীন নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন আসামিরা। ঘটনার দিনই তার বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া দণ্ডপ্রাপ্ত দম্পতিসহ শফিকুল ইসলাম নামে আরও ব্যক্তিকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
তিনি আরও জানান, বিচারক ১৮ জনের স্বাক্ষ্যপ্রমাণের দীর্ঘশুনানি শেষে খাইরুল ও তার স্ত্রী লাইলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম নামের একজনকে খালাস দেন আদালত।
মন্তব্য করুন