পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রিসভা থেকে বাদ পড়া শ ম রেজাউল করিম যা বললেন

শ ম রেজাউল করিম। ছবি : সংগৃহীত
শ ম রেজাউল করিম। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে ৩৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে পিরোজপুর-১ আসনের সংসদ সদস‌্য শ ম রেজাউল করিমের নাম নেই। তিনি মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। নতুন মন্ত্রিসভায় জায়গা না পেয়ে তিনি বলেছেন, মন্ত্রিসভার সদস‌্য হতে না পারায় তার কোনো ক্ষোভ বা অভিযোগ নেই।

শ ম রেজাউল করিম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই। অন্যদের স্থান করে দিতে হলে কাউকে না কাউকে তো সরাতে হবে। যাদের নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অধিকাংশই রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন।’

এদিকে রেজাউল করিম মন্ত্রী তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় এলাকায় আলোচনা চলছে। এ বিষয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামান ফুলু বলেন, ‘আমি আশা করেছিলাম শ ম রেজাউল করিম আবারও মন্ত্রিসভায় থাকবেন। তবে প্রধানমন্ত্রী যা ভালো মনে করেছেন তাই করেছেন। প্রধানমন্ত্রী ভবিষ‌্যতে তাকে ভালো কোনো জায়গায় স্থান দেবেন।’

জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, পাঁচ বছর শ ম রেজাউল করিম সুনামের সঙ্গে কাজ করেছেন। এখন নতুন মন্ত্রিসভায় তাকে রাখা হয়নি। এতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, তিনি তো আমাদের পিরোজপুর-১ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। তিনি আমাদের নেতা। তার মাধ‌্যমেই আমাদের এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। বাকি উন্নয়ন তার মাধ‌্যমে করতে পারব, এটা আমার বিশ্বাস করি। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে আমরা একমত আছি। প্রধানমন্ত্রী দেশের জন‌্য চিন্তা করে যা মঙ্গলময় হয় সেটাই তিনি করেছেন।

জেলা মৎস‌্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চাঁন বলেন, কাকে মন্ত্রিসভায় নেবে আর নেবে না এটা শুধু প্রধানমন্ত্রীর এখতিয়ার। এখানে আমার বলার কিছু থাকে না।

এ ব‌্যাপারে জাতীয় মহিলা সংস্থা পিরোজপুর জেলা শাখার চেয়ারম‌্যান শিরিন আফরোজ বলেন, দক্ষতা, শিক্ষাগত যোগ‌্যতা এবং গত পাঁচ বছরের ক্লিন ইমেজ বিবেচনায় শ ম রেজাউল করিম আবারও মন্ত্রিত্ব পাবেন বলে ভেবে ছিলাম। আমি এখনও আশাবাদী। প্রধানমন্ত্রী শ ম রেজাউল করিমকে আরও ভালো কোনো ক্ষেত্রে মূল‌্যায়ন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১০

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১১

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১২

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৩

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

১৪

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

১৫

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

১৬

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

১৮

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

১৯

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

২০
X