নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মধু সংগ্রহ করছেন কৃষকরাও, ‘কঠিন কাজটি’ যেভাবে সহজ হলো

মধু সংগ্রহে ব্যস্ত একদল কৃষক। ছবি : কালবেলা
মধু সংগ্রহে ব্যস্ত একদল কৃষক। ছবি : কালবেলা

নওগাঁয় এবার সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন কৃষকরাও। বর্তমানে মৌ বাক্সের মাধ্যমে মৌয়ালদের পাশাপাশি কৃষকরাও মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন। দেশের সরিষা মাঠ থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবং আগ্রহী কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান করতে কৃষি বিভাগের পক্ষ থেকে গ্রহণ করা বিশেষ কর্মসূচির সুফল এটি। সরিষা চাষের পাশাপাশি মধু আহরণ করে দ্বিগুণ লাভবানও হচ্ছেন জেলার অনেক কৃষক। এ ছাড়া বেকার যুবকরাও এ কাজে যুক্ত হলে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নওগাঁর সরিষার মাঠ থেকে মৌয়ালদের পাশাপাশি কৃষকদের মাধ্যমেও মধু সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে পাইলট কর্মসূচি হিসেবে জেলার রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মান্দা উপজেলার আগ্রহী কৃষকদের মধু সংগ্রহ করার জন্য তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আগ্রহী কৃষকদের মৌ বাক্স ও সার্বিক কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। প্রত্যক কৃষককে প্রাথমিকভাবে বিনামূল্যে পাঁচটি করে মৌ বাক্স প্রদান করা হয়েছে। অনেক কৃষক আবার নিজের অর্থায়নে মৌ বাক্স কিনে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছেন। এতে করে একজন কৃষক অনেকভাবে লাভবান হচ্ছেন। প্রতি মৌ বাক্স থেকে সপ্তাহে একবার মধু সংগ্রহ করা যায়। অনেকেই দূর-দূরান্ত থেকে সরিষা ফুলের খাটি মধু নিতে প্রতিনিয়তই ভিড় জমাচ্ছেন। নিজের জমি ও আশপাশের জমিতে চাষ করা সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করার কার্যক্রম দেখে অনেক কৃষকও উদ্বুদ্ধ হচ্ছেন।

রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের কৃষক ও মধু সংগ্রাহক জহুরুল ইসলাম বলেন, আমি আগে জানতাম না যে মধু সংগ্রহ অত্যন্ত লাভজনক একটি মৌসুম ভিত্তিক ব্যবসা। কৃষি বিভাগের উৎসাহে আমি মধু সংগ্রহ করতে উদ্বুদ্ধ হয়ে অনেক লাভবান হয়েছি। নিজের জমির সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে পারছি। অপর দিকে ক্রেতাদের কাছে খাঁটি মধু পৌঁছে দিতে পেরে আমি অনেক খুশি। বর্তমানে জমিতে প্রতি কেজি মধু ৪০০ টাকা কেজিতে বিক্রি করছি। প্রতিদিন অনেক মানুষকে বিনামূল্যে মধু খাওয়াতে পেরে আমি ধন্য। তাই যে কারও পক্ষে মৌসুমভিত্তিক মধু সংগ্রহ করে অনেক লাভবান হওয়া সম্ভব।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক মুঠোফোনে কালবেলাকে বলেন, এই উপজেলার মিরাট ইউনিয়নে বাইরে থেকে মৌয়ালরা এসে মধু সংগ্রহ করছেন। বড়গাছা ও একডালা ইউনিয়নে স্থানীয় কৃষকরাই মধু সংগ্রহ করছেন। চলতি মৌসুমে উপজেলার একডালা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সরিষার মাঠে ৮০টি মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন কৃষক জহুরুল ইসলাম ও আজিজুল ইসলাম। এ ছাড়া বড়গাছা ইউনিয়নে দুজন কৃষক ২০টি ও মিরাট ইউনিয়নে একজন মৌয়াল ৬০টি মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন। এ পর্যন্ত ৬২০ কেজি মধু সংগ্রহ হয়েছে। আমরা তেল-ফসল প্রকল্প থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, প্রতি বছরই একটু পরিশ্রম করলে সরিষার ক্ষেত থেকে বিপুল পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব। আর যদি সার্বিক পরামর্শ নিয়ে সরিষার ক্ষেতের পাশে মৌ বাক্স ফেলে মধু সংগ্রহ করা যায় তাহলে খুব সহজেই একদিকে যেমন মধু পাওয়া যাচ্ছে অপরদিকে সরিষার ফলনও অনেক বেশি পাওয়া সম্ভব। সরিষা চাষ করলে সেই জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। এ ছাড়া সংগ্রহ করা মধু বিক্রির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করাও সম্ভব। তাই মৌয়াল ও কৃষকদের সরিষার ক্ষেত থেকে বেশি বেশি মধু সংগ্রহে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের পক্ষ থেকে আগ্রহীদের সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলার সরিষা ক্ষেতে ৮৯৫৩টি মৌ বাক্স স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২ লাখ ৬৯হাজার ৮৩ কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার অবশ্যই লক্ষমাত্রার চেয়ে বেশি মধু সংগ্রহ হবে। সরকারের এমন উদ্দ্যোগ নিঃসন্দেহে খুবই ভালো। একটি সরিষার ক্ষেতে যত বেশি মৌমাছি থাকবে সেই জমির সরিষার ফুলে তত বেশি পরাগায়ন হবে। ফলে ওই জমির থেকে সরিষার ফলনও অনেক বেশি পাওয়া সম্ভব। তাই আগামীতে আরও অনেক কৃষকের পাশাপাশি অনেক শিক্ষিত বেকার যুবকরাও এমন লাভজনক কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

১০

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

১১

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

১২

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

১৩

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

১৪

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

১৫

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১৬

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১৭

ভরা মৌসুমেও ইলিশের আকাল

১৮

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১৯

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

২০
X