নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইসমাইল হোসেন আসিফ (২২) হত্যা মামলার অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল সাগর (২৩) জেলার সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবেদ মুন্সী বাড়ির বাসিন্দা। তিনি নিহত আসিফের বন্ধু বলে জানা গেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আসিফের সঙ্গে মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভিকটিম ও মামলার আসামিরা প্রায়ই একসঙ্গে চলাফেলা করতেন এবং ও আড্ডা দিতেন।
গত ৯ জানুয়ারি সকালে গ্রেপ্তারকৃত আসামি সাগর ও নিহত ভিকটিম মোটরসাইকেলে করে বেগমগঞ্জের একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রি বাড়ির সামনে যান। মোটরসাইকেল থেকে নেমে হেঁটে মামলার প্রধান আসামি আরিফের বসতঘরের সামনে গেলে মামলার অপর আসামিরা অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান আরও জানান, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভিকটিমের বাবা জয়নাল আবেদিন (৬৬) বাদী হয়ে আটজন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব হত্যা মামলার ছায়া তদন্তে নেমে অন্যতম এ আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন