রংপুরের মিঠাপুকুরে নাতির বিরুদ্ধে সকিনা বেগম (১০৫) নামে বৃদ্ধা নানিকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত নাতি মাসুদ রানাকে (৪০) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের খোদ্দ শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সকিনা একই গ্রামে নাতিকে নিয়ে বসবাস করতেন ।
মিঠাপুকুর থানার এসআই টঙ্কো ব্যানার্জী জানান, হতদরিদ্র পরিবারের ছেলে মাসুদ রানা তার নানির বাড়িতে থেকে বড় হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সে মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই নানির সাথে ঝগড়া করত। তার মানসিক সমস্যাও রয়েছে। রাতে তিনি নানির ঘরেই থাকেন। কোনো কারণে ক্ষিপ্ত হয়ে গতকাল সকাল ৮টায় মাসুদ বঁটি দিয়ে তার নানির গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়ার পর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যথারীতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন