কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলো- নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ডুলচাপর গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে মো. শাহ আলম (২৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের ইয়াছিন হোসেন প্রকাশ খোকনের ছেলে মহসিন হোসেন প্রকাশ সাগর (২০)।
শনিবার (১৩ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার ইসলামী ব্যাংকের সামনের রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ শাহ আলম ও সাগরকে আটক করা হয়। পরে আটকদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন