কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, সেখানে পাঁচ দিনেও দেখা নেই সূর্যের

শীতে জবুথবু এক বৃদ্ধ। তবু জীবনের তাগিদে ঘরের বাইরে যেতে হচ্ছে। ছবি : কালবেলা
শীতে জবুথবু এক বৃদ্ধ। তবু জীবনের তাগিদে ঘরের বাইরে যেতে হচ্ছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামে হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। সে সঙ্গে কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাতে ও সকালে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। টানা পাঁচ দিনেও দেখা মিলছে না সূর্যের। এতে তীব্র ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন এ অঞ্চলের দিনমজুর ও সাধারণ মানুষ। ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন খুব একটা ঘরের বাইরে বের হচ্ছে না।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল বাতাস থাকায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

এদিকে গত দুই সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে উঠা-নামা করছে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের উত্তাপ ছড়াতে না পারায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উত্তরীয় হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তী চরের হাজারো মানুষ।

এ ছাড়া শীত ও ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩১ শিশু। সব মিলিয়ে হাসপাতালটিতে ৭২ শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডের ১২ শয্যার বিপরীতে ভর্তি আছে ৫৭ শিশু।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাসা ইউনিয়নের ছোট পুল এলাকার দুলু মিয়া বলেন, ৪-৫ দিন থেকে ঠান্ডায় অবস্থা খুব খারাপ। কোনো কাজ করা যাচ্ছে না। হাত-পা ঠান্ডায় বরফ হয়ে যায়। রাতে ও সকালে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আমরা যারা ছোট খাটো কর্ম করে খাই, তারা সবাই কষ্টে আছি।

কুড়িগ্রাম পৌর এলাকার কাঠমিস্ত্রি সৈয়দ আলী বলেন, ‘খুব ঠান্ডা, কাজ করতে পারছি না। খুব একটা সমস্যাত পড়ি গেছি ঠান্ডার জন্যে। এক দিন কাজ হয় তা, আর একদিন নাই। কুয়াশা না বৃষ্টি বুঝি না।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা আরও কয়েক দিন এমন থাকবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম। তবে এ মাসে আরও একটি শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল ইসলাম বলেন, এ জেলাটি হিমালয়ের কাছে অবস্থান হওয়ায় এখানে ঠান্ডার প্রকোপ একটু বেশি। হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন অধিকাংশই চরাঞ্চলের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারকে দূরে রাখতে চান? এই সহজ ৫ টিপস মানুন আজ থেকেই

কিংবদন্তির মৃত্যুতে স্তব্ধ বলিউড

কর্মসূচি প্রত্যাহার করল চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ

যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতের হানা, অতঃপর...

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

র‍্যাগিংয়ের অভিযোগ / ‘ম্যানার’ শেখানোর নামে থাপ্পড়, কানে শুনছে না নবীন শিক্ষার্থী

পাকিস্তানের সিন্ধু একদিন ভারতের হতে পারে : রাজনাথ সিং

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

আসন বণ্টন নিয়ে বিএনপির ভিন্ন চিন্তা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর আয়কর নথি জব্দ

১০

আ.লীগের অফিসের পাশে অজ্ঞাত নারীর মরদেহ

১১

সিন্ডিকেট রুখতে খুলনায় মোবাইল বিক্রি বন্ধ

১২

কানের পর্দা ফাটে কেন? এমন হলে কী করবেন আর কী করবেন না

১৩

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার নিয়ে যা বললেন ফারুকী

১৪

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১৫

ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮

১৬

আরও ১ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

১৭

মঙ্গলবার থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ, যেভাবে করবেন

১৮

কবে ঢাকায় আসছেন আতিফ আসলাম?

১৯

নাসার নজরুলের প্লটসহ ৪৪ কোটি টাকার সম্পদ জব্দ

২০
X