সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে আবাসিক ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট

বৈধ গ্যাস সংযোগ থাকার পরেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না অনেকেই। ছবি : কালবেলা
বৈধ গ্যাস সংযোগ থাকার পরেও ঠিকমতো গ্যাস পাচ্ছেন না অনেকেই। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন আবাসিক গ্যাস ব্যবহারকারীরা অন্যদিকে ব্যাহত হচ্ছে শিল্প কল-কারখানার উৎপাদন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্পখাত। এর বাইরে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চলছে তীব্র গ্যাস সংকট।

সরেজমিনে সাভারের বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, দিনব্যপী মিলছে না রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস। এতে দারুণ ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। অনেকেই রাতের নির্দিষ্ট একটি সময়ে সেরে নিচ্ছেন সারা দিনের রান্না, আবার অনেক কর্মজীবীদের দেখা গেছে বাইরের খাবার খেতে।

এ ব্যাপারে সাভারের ছায়াবীথি এলাকার বাসিন্দা স্কুল শিক্ষিকা অন্তরা জাহান বলেন, সারা দিন বাসায় গ্যাস থাকে না। রাতের দিকে কিছুটা গ্যাস পাওয়া যায়। বাধ্য হয়ে অফিস শেষে বাসায় এসে রাতেই সারা দিনের রান্না সেরে রাখি।

আশুলিয়ার নয়ারহাট এলাকায় বাসিন্দা আকলিমা আক্তার বলেন, বৈধ গ্যাস সংযোগ থাকার পরেও ঠিকমতো গ্যাস পাচ্ছি না। তাই বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস এবং রাইস কুকারে রান্নার কাজ চালাচ্ছি। এই গ্যাস সংকটের কারণে আমার বাড়ির ভাড়াটিয়াদের অনেকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আমি দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষকে এই সংকট সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

আশুলিয়ার ভাদাইল এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী শিফাত মাহমুদ ফাহিম বলেন, সারা দিনই গ্যাস অল্প অল্প আসে। ঠিকমতো রান্নাও করা যায় না। তাই বাধ্য হয়ে সকাল এবং দুপুরের খাবার বাইরেই সারতে হয়। রাতে কিছুটা গ্যাস থাকায় সামান্য রান্না করে চালানো যায়। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কারণে আমরা বৈধ লাইনের গ্রাহকরা গ্যাস পাচ্ছি না।

এদিকে এই শিল্পাঞ্চলের কারখানা মালিকরা বলছেন, সাভার ও আশুলিয়ায় ছোট-বড় মিলিয়ে কারখানা রয়েছে প্রায় দুই হাজার। এসব কারখানার জেনারেটর বা বয়লার চালানোর জন্য ১৫ পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে গ্যাসের চাপের ইউনিট) চাপের গ্যাস প্রয়োজন কিন্তু বর্তমানে তা অর্ধেকের নিচে নেমে এসেছে। এ চাপ সংকটের কারণে বিকল্প পদ্ধতিতে চলছে কারখানাগুলোর কার্যক্রম। এতে তাদের পণ্য উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে অনেক।

এ বিষয়ে সাভারের আল মুসলিম গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, শীত এলেই বাড়ে গ্যাস সংকট আর এই কারণে আমাদের কারখানায় উৎপাদন চালিয়ে যেতে অনেক বেগ পেতে হয়। লাইনে গ্যাস না পাওয়ায় বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থায় আমরা উৎপাদন চালিয়ে যাই। আর এতে আমাদের প্রতি মাসে মাসে প্রায় ৩ কোটি টাকা বেশি উৎপাদন খরচ হয়ে থাকে। আর এতে আমাদের লাভের পরিমাণও কমে আসে অনেকটাই।

কলমা এলাকার উইন্টার ড্রেস লিমিটেডের মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, গ্যাসের চাপ গত কয়েকদিন ধরে অনেকটাই কম। এতে আমাদের পণ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। যেটি আমাদের পোশাক খাতের জন্য হুমকিসরূপ। তাই আমি তিতাস গ্যাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই সংকট নিরশনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কারণে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে গ্যাসের বৈধ ব্যবহারকারীরা সময় মতো পাচ্ছে না পর্যাপ্ত গ্যাস।

এদিকে একাধিক সিএনজি চালিত পরিবহনের চালকরা জানান, সম্প্রতি দিনের বেলায় তো গ্যাসই পাই না, রাতে গ্যাস নিতে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস।

সাভারের এসএন সিএনজি ফিলিং স্টেশনে চুপচাপ বসেছিলেন রেন্ট এ কার চালক নুর আলী। তিনি কালবেলাকে বলেন, সকাল ১১টা থেকে বসে আছি। লাইনে গ্যাস নাই। কখন আসবে তাও কেউ জানে না। গ্যাস না নিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাই বসে আছি। আমি মনে করি এটি সাধারণ মানুষকে হয়রানির সামিল। গ্যাস সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনি দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সাভারের বলিয়ারপুর এসএন সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কাজি তৌহিদুল ইসলাম বলেন, ‘এমনিতেই পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না আমরা। গ্যাসের মূল লাইনে গ্যাসের চাপ স্বাভাবিকভাবে ১৮ থেকে ২০ পিএসআইজি পাই। কিন্তু এখন আমরা সেখানে ৩ থেকে ৫ পিএসআইজি পাচ্ছি। তবে রাতের বেলায় কিছুটা বেশি পেলেও চাহিদা ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সব মিলিয়ে খুব বাজে সময় যাচ্ছে।’

এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মো. খাদেম উদ্দিন কালবেলাকে বলেন, এই সময় গ্যাসের চাহিদা অনেকটাই বেড়ে যায়। চাহিদা অনুপাতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কম থাকায় এই সংকট দেখা দিয়েছে। তবে দ্রুতই এ সংকট নিরসনে আমরা কাজ করছি। কবে নাগাদ এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে সেটি বলা কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

বিসিবিএল ও ‘এফসিডি-সিএবি’র সমঝোতা স্মারক

লিবিয়ায় ৪০ বাংলাদেশি আটক

রূপগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

বিপিএলে ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি

নির্বাচনের জন্য আরও বেশি সমঝোতা-ঐক্য প্রয়োজন : ডা. তাহের

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান

তদন্ত কমিটি গঠন / ‘মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন’ প্রতিবেদনে তোলপাড়

জুয়ার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১০

জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

১১

কর্মবিরতির কারণে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

১২

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ফ্ল্যাট-দোকানসহ সম্পদ ফ্রিজ

১৩

উত্তরা ইউনিভার্সিটিতে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু

১৪

আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর পাশে দেশবন্ধু গ্রুপ

১৫

বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮ কুকুর ছানা হত্যা

১৬

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

১৭

চলতি মাসে আসছে টানা ৩ দিনের ছুটি

১৮

নেতানিয়াহুকে দুঃসংবাদ দিলেন তার সাবেক আইনজীবী

১৯

বাংলাদেশে কারাদণ্ডের রায়ে টিউলিপের প্রতিক্রিয়া

২০
X