বগুড়ার ধুনটে যুবলীগ নেতা ও ইউপি সদস্য সুলতান মাহমুদকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। গত মঙ্গলবার বিকেলের দিকে ধুনট বাজারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
সুলতান মাহমুদ ধুনট সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক এবং পারধুনট গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে।
সুলতান মাহমুদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি জরুরি কাজের কথা বলে আমাকে ফোন করে দেখা করতে বলে। পরে আমি ধুনট বাজারে ফলপট্টি এলাকায় পৌঁছলে ১০-১২ ব্যক্তি অতর্কিতভাবে আমার ওপর হামলা চালিয়ে রাস্তার ওপর প্রকাশ্যেই পেটাতে থাকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, এ ব্য্যাপরে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হয়েছে। তিনি আগামী শুক্রবার বসে ঘটনাটির নিষ্পত্তি করবেন।
স্থানীয় এলাকাবাসী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।
ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন