যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন হয়েছে অনেক আগেই। সন্তানরা নিজেদের সুবিধামতো চলে গেছেন বিভিন্ন জায়গায়। তবে কর্মক্ষতা হারিয়ে ফেলায় ঠাঁই মেলেনি পাঁচ ছেলের ঘরে। তাই বৃদ্ধ দম্পতিকে দুর্গম চরের একটি নির্জন কবরস্থানের পাশে ফেলে রেখে যান স্বজনরা।
অবশেষে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন পাঁচ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সিরাজগঞ্জের চৌহালীর সেই বৃদ্ধ হামিদ মোল্লা (৮৬) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তার ছেলের বাড়িতে মারা গেছেন তিনি। হামিদ মোল্লার ছেলে মো. কোহিনূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ২৫ আগস্ট দৈনিক কালবেলায় ‘পাঁচ ছেলের ঘরে হলো না ঠাঁই, কবরস্থানের পাশে বাবা-মা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসের নজরে আসে। তাৎক্ষণিক খাদ্যসামগ্রীসহ অর্থ সহায়তা দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সন্তানদের ঘরে ফেরেন বৃদ্ধ বাবা-মা।
মন্তব্য করুন