বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে মাধ্যমিক বন্ধ হলেও খোলা প্রাথমিক বিদ্যালয়

শীত ও বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে কোমলমতি শিশুরা। ছবি : কালবেলা
শীত ও বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে কোমলমতি শিশুরা। ছবি : কালবেলা

শীত আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বরিশালের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। এর ফলে ভোরে শীত উপেক্ষা করে, বৃষ্টিতে ভিজে কোমলমতি শিশুদের স্কুলে আসতে দেখা গেছে। সপ্তাহ খানেক ধরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কম হলেও যারা আসছেন তারা অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে বরিশাল ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য জানা গেছে।

এরইমধ্যে বাকেরগঞ্জ উপজেলার দুটি, বাবুগঞ্জ উপজেলার তিনটি, সদর উপজেলার চরামোদ্দি ইউনিয়নের ৫নং গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিটি করপোরেশন এলাকার এ কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোর্ট, রসুলপুর, কাউনিয়া হাজেরা খাতুন প্রাথমিক বিদ্যালয়ে যোগাযোগ করে স্কুল খোলা রাখার তথ্যের সত্যতা পাওয়া গেছে।

এসব স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা একেবারে কম। তারপরও অনেক শিক্ষার্থী ভিজে ক্লাসে আসছে। মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আজকে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখা যেত। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে নির্দেশনা না পাওয়ায় বৈরী আবহাওয়ায়ও খোলা রাখা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভাগের সব জেলায় কিন্ডারগার্টেন স্কুল খোলা ছিল বলে বিভাগীয় প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা অফিস নিশ্চিত করেছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল কল রিসিভ করেনি। তবে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বৈরী আবহাওয়া হলেও আমাদের স্কুল বন্ধের কোনো নির্দেশনা পাইনি। মূলত প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দেবেন।

বিভাগীয় উপপরিচালক মিজ নিলুফার ইয়াসমিন বলেন, সরকারের নির্দেশনা ১০ ডিগ্রির নিচে নামলে বিদ্যালয় বন্ধ রাখতে হবে। কিন্তু বিভাগের কোথাও ১০ ডিগ্রির নিচে আমরা পাইনি। এ জন্য স্কুল বন্ধ করা হয়নি। তারপরও জেলা অফিসারদের নির্দেশনা দেওয়া আছে ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ করে দিতে।

তিনি বলেন, বরিশালের কোথাও ৯ ডিগ্রি তাপমাত্রা আমরা পাচ্ছি না। কিন্তু আপনারা (সাংবাদিক) গতকালও বলেছেন ভোরে ৯ ডিগ্রির মতো ছিল। অথচ আমরা আবহাওয়া অফিসে যোগাযোগ করে পেয়েছি ১০ এর ওপরে। এভাবে হলে তো বিভ্রান্তি ছড়াবে।

মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন জানিয়েছেন, তাপমাত্রা হ্রাস ও বৈরী আবহাওয়া বিরাজ করায় মাধ্যমিক শ্রেণির সব বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ ও পর্যবেক্ষক হুমায়ূন কবির জানান, বুধবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৯ ডিগ্রির নিচে নামলে সেটিকে শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার ভোর থেকে তাপমাত্রা রয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে আরও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে কে-পপ গ্রুপ ‘এনহাইপেন’

সিইসির সঙ্গে বৈঠকে ইইউয়ের প্রতিনিধিদল

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

হঠাৎ ফেসবুকে লোগো পরিবর্তন, যা বলছেন নেটিজেনরা

উচ্চ পর্যায়ের নির্বাচনী কর্মশালা স্থগিত 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের আস্তানার সন্ধান

চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন ঢাকার অর্থঋণ আদালতের মুজাহিদুর

স্মিথের চোখের নিচে ‘কালো টেপ’, জানা গেল আসল কারণ

মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি

হুমকির পর মাঠে মিলল কৃষকের গলাকাটা মরদেহ

১০

কেন নাতনিকে বিয়ে দিতে চান না জয়া বচ্চন?

১১

নবজাতকের টিকা কার্ড করতে দিতে হয় টাকা

১২

কবে শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ, জানাল শ্রীলঙ্কা

১৩

খুব প্রেম করতে ইচ্ছা করছে: স্বস্তিকা দত্ত

১৪

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

১৫

আন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা

১৬

উঠান থেকে শিয়ালে টেনে নিয়ে গেল শিশুটিকে

১৭

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান 

১৮

রাতের আঁধারে অর্ধশতাধিক বনজ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

১৯

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. এ জেড এম জাহিদ 

২০
X