বেশ কিছু দিন ধরে দেখা মিলছে না সূর্যের। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশায় কাবু হয়ে পড়েছে মানুষ। একটু উষ্ণতার জন্য আগুন পোহাতে দেখা যায় অনেককেই। আর আগুন পোহাতে গিয়েই এবার দগ্ধ হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে কোহিনুর (৫২)।
গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঘটনাটি ঘটলেও এখনো কেউ হাসপাতালে নেননি হতভাগ্য ওই বৃদ্ধাকে।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের উঠানে আগুন পোহাতে যান উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরী গ্রামের গোলজার মিয়ার স্ত্রী কোহিনুর। আর এটিই কাল হয়ে দাঁড়ায় তার। আগুন ধরে যায় গায়ে থাকা বস্ত্রে। আশপাশে কেউ না থাকায় কোহিনুরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই পুরো শরীরই ঝলসে যায় তার।
প্রতিবেশীরা বলছেন, হঠাৎ করেই চিৎকার শুনে এসে দেখতে পান কোহিনুরের সারা গায়ে আগুন।
এদিকে, দরিদ্র হওয়ায় অগ্নিদগ্ধ ওই নারীকে এখনো হাসপাতালে ভর্তি করানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। তিনি বলেন, অবস্থা খুবই খারাপ। ওই নারীর পুরো শরীর পুড়ে গেছে।
হাপপাতালে ভর্তি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভর্তি করানো নিয়ে মত-দ্বিমত দেখা দিয়েছে। টাকা-পয়সা তো নেই। আমি বলেছি, ভর্তি করান। যে কোনোভাবে হোক টাকা, পয়সার ব্যবস্থা হবে।
মন্তব্য করুন