মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম আরেকটি ট্রাক উদ্ধার করে। এ নিয়ে ৩টি ট্রাক উদ্ধার করা হলো।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা শুরু হয়। তবে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আসার পরই ডুবে যাওয়া ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশের দল উদ্ধার কাজ করছে।
বিআইডাব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ কালবেলাকে জানান, দুই ধাপে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ করা হবে। প্রথম ধাপে ফেরিতে থাকা ভেসে যাওয়া ট্রাকগুলো শনাক্ত করে উদ্ধার করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ফেরি উদ্ধার করা হবে। ৩টি ট্রাক উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ট্রাক উদ্ধার করা হবে।
বিআইডব্লিউটিএ সূত্র কালবেলাকে জানায়, ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ার উদ্দেশ্য রওনা হয়ে মাওয়া পর্যন্ত এসেছে। আজ ঘটনাস্থলে পৌঁছাবে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের উদ্ধার সক্ষমতা ২৫০ টন, রুস্তমের ৬০ টন এবং হামজার ৬০ টন। ৩টি উদ্ধারকারী জাহাজের মোট সক্ষমতা ৩৭০ টন। ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার ওজন ২৫০ টন, তবে পানির নিচে ডুবে যাওয়ায় পলি মাটি পড়ে এর ওজন ৪০০ টনের মতো হবে বলে জানায় কর্তৃপক্ষ।
নৌ সংরক্ষণ অধিদপ্তর বিভাগের পরিচালক মো. শাজাহান কালবেলাকে বলন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের জন্য ‘প্রত্যয়’ উদ্ধারকারী জাহাজ লাগবে। প্রত্যয় আসতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে। তবে উদ্ধারকারী জাহাজ রুস্তম দিয়ে ডুবে যাওয়া ট্রাকগুলো তোলার অভিযান চলছে।
বুধবার সকালের দিকে ৯ টি ট্রাকসহ রজনীগন্ধা নামের একটি ফেরি পাটুরিয়াগামী ঘাটের কাছে পদ্মায় ডুবে যায়। ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা হলেও ফেরির সহকারী মাস্টার হুমায়ন কবির এখনও নিখোঁজ রয়েছেন।
মন্তব্য করুন