গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় (১৮ জানুয়ারি) কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায় সাউথ ওয়েস্ট ফ্যাক্টরি ও ফ্লাইওভারের পূর্ব পাশে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়েছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান, কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন