নব গঠিত মন্ত্রিসভায় স্থান পাওয়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপিকে ব্যাপক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি রাজবাড়ীর প্রথম সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণের পর জেলায় প্রথম আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে পূর্ণ মন্ত্রী করায় রাজবাড়ীবাসীকে সম্মানিত করেছেন। রেলপথ মন্ত্রী হিসেবে রাজবাড়ীতে রেলের সুদিন ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানিয়ে বলেন, গোয়ালন্দ ঘাটে আগত যে সকল ট্রেন বন্ধ হয়ে গেছে সেগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। সেই সঙ্গে রেলওয়েকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেওয়ার জন্য যা যা করতে হয় তাই করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মর্শেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র শেখ আলমগীর হোসেন তিতু, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ প্রমুখ।
মন্তব্য করুন