তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে বরই চাষে সফল রাসেল মিয়া

বরই চাষ করে সফল রাসেল মিয়া। ছবি : কালবেলা
বরই চাষ করে সফল রাসেল মিয়া। ছবি : কালবেলা

ইউটিউব দেখে দুই বছর আগে বাড়ির পাশে পরিত্যক্ত ১০০ শতাংশ জায়গায় বরই চাষ শুরু করেন রাসেল মিয়া। একশ শতাংশ জমিতে একশটি কুল বরই, আপেল কুল ও বলসুন্দরী জাতের বরইয়ের চারা রোপন করেন তিনি। এ বছর তার প্রতিটি গাছে গড়ে ২৫ থেকে ৩০ কেজি করে বরই ধরেছে। বিক্রেতারা ৬০ টাকা কেজি দরে এ বরই কিনে নিয়ে যাচ্ছে।

রাসেল মিয়ার বাড়ি বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম অংকুজান পাড়া গ্রামে। এবছর প্রায় দুলাখ টাকার বরই বিক্রি করবেন বলে আশা করছেন তিনি।

কৃষক রাসেল জানান, তার বাড়ির ঐ জায়গাটুকু পরিত্যক্ত অবস্থায় ছিল। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন সফল মানুষের ভিডিও দেখেন, ভাবতে থাকেন কীভাবে সফল হওয়া যায়। তারপর বরই চাষের উদ্যোগ নিয়ে এই বাগান করেন।

তিনি বলেন, কৃষিতে সবচেয়ে লাভজনক চাষাবাদ হলো ফল বাগান করা। কিন্তু এই এলাকা তুলনামূলক নিচু হওয়ায় সেভাবে ফল বাগান করা যায় না। তবে রাসেল মিয়ার বাড়িটি তুলনামূলক বড় হওয়ায় তিনি এই ফল বাগান করার উদ্যোগ নেন। ব্যবসার পাশাপাশি বরই বিক্রি করে তিনি এখন ভালো অবস্থানে আছেন।

পশ্চিম অংকুজান পাড়া গ্রামের মো. হাসিব বলেন, অনেকদিন ধরেই শুনছি এই এলাকাতে বরইয়ের (কুল) চাষ হচ্ছে। ফলনও নাকি খুব ভালো হয়েছে। যে গাছগুলোতে ফল ধরেছে, সেই গাছগুলো নাকি অনেক ছোট। তাই আগ্রহ থেকে দেখতে চলে আসলাম। তবে আসার পর আমি অবাক হয়েছি। বরই (কুল) গাছ অনেক ছোট, কিন্তু বরইয়ের (কুল) ভারে গাছের ডাল মাটিতে নুয়ে পড়েছে। বরইগুলোও (কুল) হয়েছে বেশ বড় বড়। এর আগে এমন গাছ দেখিনি। তা ছাড়া, বরইগুলোও (কুল) খেতে খুব সুস্বাদু।

স্থানীয়রা বলেন, ছোটবেলা থেকে রাসেল খুবই কর্মঠ ছিলেন। চাষাবাদের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। যতদূর জানি, তিনি ইউটিউব দেখে বরইয়ের বাগান করেছেন। আমার বাড়ির খুব কাছে, তাই এই বাগানের পাশ দিয়ে আমাকে যাতায়াত করতে হয়। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে তার বাগান দেখতে। বরইয়ের (কুল) জাত ও ফলন ভালো হওয়ায় আশা করা যায় তিনি বেশ লাভবান হবেন।

কৃষক রাসেল মিয়ার বাবা বলেন, আমার ছেলে প্রথমে যখন বরই গাছ লাগানোর পরিকল্পনা নেই, তখন আমি নিষেধ করেছি। আমি এতে রাজি ছিলাম না আমি বলেছিলাম এই ছোট্ট ছোট্ট চারা দিয়ে কি হবে? এখন দেখছি চারা লাগানোর প্রথম বছরেই সুন্দর বরই হয়েছে এবং অনেক মিষ্টি। এলাকার মানুষ বরই খেয়ে অনেক প্রশংসা করেন। আমার ছেলে চারা লাগিয়ে ভালো ফল পেয়েছে এতে আয় ভালো হওয়ায় আমি খুব খুঁশি। এখন পর্যন্ত ৫০হাজার টাকার বরই বিক্রি করেছে। এখনো গাছে দেড়লাখ টাকার মত বরই রয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার বলেন, কৃষক রাসেল মিয়া একজন সফল উদ্যোক্তা। তিনি কোনো পরামর্শের জন্য কৃষি অফিসে আসেননি। তিনি প্রয়োজন মনে করলে স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

কোন জিনিস কতদিন ব্যবহার করা নিরাপদ

১০

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

১১

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১২

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১৩

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১৪

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৫

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৮

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৯

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

২০
X