বগুড়ায় অবৈধভাবে ক্লিনিক এবং ব্লাড ব্যাংক পরিচালনা করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই তিন প্রতিষ্ঠান সিলগালা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
রোববার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, স্বাস্থ্য বিভাগের কোনো বৈধ কাগজপত্র ছাড়াই শুধু ট্রেড লাইসেন্স করে ক্লিনিক পরিচালনা করার দায়ে বগুড়া শহরের ঠনঠনিয়ায় শতদল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের এক লাখ টাকা, একই অপরাধে ওই এলাকার মা ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের ২ লাখ টাকা এবং একটি ব্লাড ব্যাংক করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই তিন প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসাররা এবং র্যাব-১২-এর সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন