তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় দিনাজপুরের পার্বতীপুরের ২০৭ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উপজেলার এসব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। সোমবার (২২ জানুয়ারি) জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় জেলার পার্বতীপুর উপজেলার ২০৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার ও বুধবার পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দিনাজপুরে চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে না আসা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের সব শ্রেণির পাঠদান বন্ধ রাখা হবে।
মন্তব্য করুন