বাগেরহাটের চিত্রা নদী থেকে এসকেন্দার শেখ (৬৫) নামের এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন এসকেন্দার শেখ ।
এসকেন্দার শেখ সদর উপজেলার বিষ্ণুপুর বড় সিংরাম গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছিলেন। পরিবারের সদস্যরা তার জামা-লুঙ্গি দেখে তাকে শনাক্ত করেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চিত্রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন