বরগুনা জেলার ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক। ইতোমধ্যে এ কার্যক্রমের অংশ হিসেবে দুটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেনি বা আবেদন করেছে কিন্তু নিবন্ধন এখনও পায়নি; এ রকম প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জেলার আমতলী উপজেলায় দুটি, বামনা উপজেলায় ৫টি, বরগুনা সদর উপজেলায় ৪টি, পাথরঘাটা উপজেলায় ৫টি ও তালতলী উপজেলায় ২টি মোট ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাদের সব ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা পেয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আমতলী উপজেলার অনিবন্ধিত সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল নামের দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মনয়েম সাদ।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মনয়েম সাদ কালবেলাকে মোবাইল ফোনে বলেন, আমরা অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশনা হাতে পেয়েছি। আজ সকালে আমতলী উপজেলার দুটি অনিবন্ধিত ক্লিনিকের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক কালবেলাকে মোবাইল ফোনে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে আমতলীর দুটি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার খবর পেয়েছি। বাকিগুলোর বিরুদ্ধেও দ্রুত এ নির্দেশনা বস্তবায়ন করা হবে। এ ছাড়া বরগুনা জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন